মিছিল
মৃত্যু মিছিল চলেছে, একে একে সবাই চলেছে সেই মহাপ্রস্থানের পথে। মিছিল হেঁটে চলেছে মহানগরের রাস্তা ধরে, মফঃস্বলের ছোট গলি ধরে, গ্রামের মাটির রাস্তা ধরে। একে একে বাড়ি থেকে নেমে আসছে মানুষ আর যুক্ত হচ্ছে মিছিলে। তারা জানেনা কার আহ্বানে সাড়া দিতে হলো তাদের, কেউ ছেড়ে আসতে চায়নি তাদের বাড়ির ছাদের নিচের এক টুকরো পৃথিবী টা কে। এ ডাক এসেছে অতর্কিতে। এক মা বলে আসতে পারেনি তার ঘরে অপেক্ষারত ছোট সন্তান দুটি কে। এক স্বামী ফিরে আসতে আসতে ও আর আসতে পারেনি তার স্ত্রী এর কাছে। কত তরুন তরুণী তাদের মায়েদের কাঁদিয়ে যোগ দিয়েছে সেই মিছিলে। অনেকে ফিরে এসেছে নিজের ছোট বাসা টায়। মানুষের মানুষ কে জড়িয়ে আগলে রাখার আপ্রাণ চেষ্টা দেখছে পৃথিবী। মিছিল লম্বা হচ্ছে ক্রমশঃ। জীবন যুদ্ধে হেরে যাওয়া সৈনিক দের নিয়ে এগিয়ে চলেছে কোরোনা, কোন এক অজানার উদ্যেশ্যে। -দেবলীনা May 17, 2021